
এ.এস আব্দুস সামাদঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আইনি স্বীকৃতি লাভের পর, তার আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের আল-হেরা স্কুল মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ- ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর।
মোবারক হোসাইন আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি
Leave a Reply