
মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ চিরিরবন্দরে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ঘটিকায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা খালি প্লেট হাতে একটি বিক্ষোভ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্তরে বক্তব্য রাখেন, আহ্বায়ক হেলাল উদ্দীন সরকার, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ ইউসুফ আলী, শাখাওয়াত হোসেন, মতিউর রহমান, একরামুল, শফিকুল ইসলাম, নিবেদিতা রায়, শরিফ আব্দুল্লাহ, কর্মচারী শামীম প্রমুখ।
এসময় শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীগণের ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারা আরও বলেন, “শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছে, অথচ আজ আমরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত”।
বক্তারা সাম্প্রতিক সময়ে আন্দোলনরত শিক্ষকদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, “যারা আপনাদের শিক্ষিত করেছেন, সেই শিক্ষকদের উপর হাত তোলা লজ্জার বিষয়। আমাদের দাবিগুলো মানতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না এবং আরও কঠোর আন্দোলনে যাব”।
এ সময় চিরিরবন্দর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পিংনা নূরানী তা’লীমুল কোরআন মাদরাসা এতিম হেফজ ও কিতাবখানায় অভিভাবক সম্মেলন
Leave a Reply