
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুটেরিরী এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ব্যক্তিকে বন হাতি আক্রমণ করে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতির আক্রমণে ওই ব্যক্তির একটি হাত ভেঙে যায়।
ঘটনার খবর পেয়ে সাংবাদিক মোঃ মোরশেদ আলম চৌধুরী বিষয়টি তাৎক্ষণিকভাবে ফাঁসিয়াখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড রুবায়েত আহমেদকে অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মানবিক উদ্যোগ গ্রহণ করেন এবং আহত ব্যক্তির চিকিৎসার নির্দেশ দেন।
এসিল্যান্ডের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ জাফর আলমসহ এলাকাবাসী দ্রুত আহত ব্যক্তিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চকরিয়া ট্রমা সেন্টারে রেফার করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, এসিল্যান্ড রুবায়েত আহমেদের তৎপরতা ও মানবিক উদ্যোগের কারণেই অসহায় ও পরিচয়হীন এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দ্রুত চিকিৎসা সেবা পেয়েছেন।
ফাঁসিয়াখালীবাসী এসিল্যান্ড মহোদয়ের এই মানবিক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply