
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১,জামালপুর পৃথক তিনটি অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী,একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একজন মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র্যাব জানায়,গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো.আলমগীর (২৩) ও মো.রিপন (১৮)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার হারিকেন এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিব ওরফে ডিপজল (২০)কে গ্রেফতার করে র্যাব-১৪ ও র্যাব-১ এর যৌথ দল।
পরদিন ১৭ অক্টোবর রাত আনুমানিক ২ টা ২৫ মিনিটে জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
আরও পড়ুনঃ গাইবান্ধার সাদুল্লাপুরে এসকেএস ফাউন্ডেশনের আবাসিক থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার
Leave a Reply