
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলায় এম পি ও ভূক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার আয়োজনে এম পি ও ভূক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ২০% বাড়ী ভাড়া,১৫০০ টাকা মেডিক্যাল ভাতা, ৭৫% উৎসব ভাতা আদায়ের লক্ষে ও ঢাকায় আন্দেলন রত শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে ১৬ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্মৃতি সৌধ প্রাঙ্গন হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাহারোল উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে এসে শেষ হয়। মিছিল শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ,
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply