
১৪অক্টোবর সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত PR সহ পাঁচ দফা কর্মসূচ বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদয়কাঠি ইউনিয়ন শাখার আওতাধীন শেরেবাংলা বাজারে আছর নামাজ বাদ গনসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।
এসময় গনসংযোগকারীরা শেরেবাংলা বাজারে অবস্থিত উদয়কাঠি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আসলে বিএনপি সমর্থক মোঃ বাবুল আক্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ উদয়কাঠি ইউনিয়ন আওতাধীন ৫নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মহিব্বুলাহ ইসলাম এর সাথে তর্কে জড়ায় এবং একপর্যায়ে মুহাম্মদ মহিব্বুলাহ ইসলাম এর উপর হামলা চালায়।
উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন দায়িত্বশীলরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে ভুক্তভোগী মুহাম্মদ মহিব্বুলাহ বলেন পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই হামলা চালানো হয়। এর কিছুদিন পূর্বে উদয়কাঠি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে ইসলামী আন্দোলন, জামায়াত এবং বিএনপির যৌথ মিটিং এ বসে বিএনপি নেতারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী এবং মুহাম্মদ মহিব্বুলাহ এর সাথে তর্কের জড়িয়ে হামলা চালানোর চেষ্টা চালায়।
কিন্তু স্থানীয় জনগণের উপস্থিতিতে সফল না হওয়ায় আজ গনসংযোগ চলাকালীন সময়ে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগী মুহাম্মদ মহিব্বুলাহ ইসলাম। হামলা চলাকালীন সময় বিএনপির বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলো।
এ ব্যাপারে মুহাম্মদ মহিব্বুলাহ ইসলাম বানারীপাড়া থানায় সাধারণ ডায়রি করার কথা জানান এবং প্রশাসনিক ভাবে দোষিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
আরও খবর: শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম কোটচাঁদপুরে, মতিয়ার রহমান
Leave a Reply