
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এই উপলক্ষে ১৩ অক্টোবর ২০২৫ সোমবার সকাল ১১ টায় উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে রামচন্দ্র পুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ মাসুদ রানা, রামচন্দ্র পুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগে মানুষের করনীয় সম্পর্কে সতর্কমুলক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। আলোচনা শেষে মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা।
আরও খবর: ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Leave a Reply