নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: উচ্চ শিক্ষা গ্রহণে জাপান যাবো, দেশের উন্নয়নে অংশ নেবো”—এই দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ সানন্দবাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। শিক্ষার মানোন্নয়ন ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে নিবেদিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব সভাকক্ষে এক উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, এবং বক্সিগঞ্জ পূবালী ব্যাংকের ম্যানেজার ফারহানা রহমান সিমোন।
সভায় বক্তারা বলেন, সানন্দবাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শুধুমাত্র ভাষা শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
তাঁরা আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, শিক্ষানুরাগী আব্দুল খালেক মাষ্টার, ইউপি সদস্য বাবুল আক্তার ও রফিকুল ইসলাম, এবং অভিভাবক প্রতিনিধি আনিচুর রহমান।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় নতুন উদ্দীপনা। অনেক শিক্ষার্থী ভবিষ্যতে জাপানে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করে এবং দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুল আলম তারেক।
ব্যবস্থাপনা পরিচালক ছিলেন রোকনুজ্জামান কবি,
সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আবু দাউদ।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ শুধু দেওয়ানগঞ্জ নয়, বরং পুরো জামালপুর জেলাজুড়ে শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আরও পড়ুনঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বিষু-মিজান পরিষদ পুনঃবহাল
Leave a Reply