আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;
চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) মাঠ থেকে দুই যুবককে ধা/রা/লো অ/স্ত্র/সহ (দা) আ/ট/ক করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আ/ট/ক/কৃ/তরা হলেন হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর এলাকার মুন্সির বাড়ির আবুল কাশেমের পুত্র মো. সালাম (২১) ও পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার শহিদুল হক সওদাগর বাড়ির রফিক মিয়ার পুত্র মো. রাতুল ইসলাম (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সালাম ও রাতুল হাতে ধা/রা/লো অ/স্ত্র নিয়ে মাদ্রাসার মাঠে প্রবেশ করে কারো ওপর হা/ম/লার প্রস্তুতি নিচ্ছিল বলে সন্দেহ হলে শিক্ষার্থীরা তাদের আ/ট/ক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া। তিনি বলেন, “আ/ট/ক/কৃ/তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে তারা মাদ্রাসার ছাত্রদের ওপর কো/পা/নোর উদ্দেশ্যে সেখানে গিয়েছিল।”
আরও পড়ুুনঃ কুরআন অবমাননার প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত:
Leave a Reply