মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন,পবিত্র কুরআন মুসলমানদের জীবন ও আদর্শের দিশারী। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। তারা অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ডের দাবি জানান।
গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান বলেন,কুরআন অবমাননা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি একটি বড় অপরাধ। সরকারকে অবশ্যই এমন ঘটনার ইন্ধনদাতাদের আইনের আওতায় আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর বলেন, দেশে একের পর এক কুরআন অবমাননার ঘটনা ঘটছে, কারণ পূর্বের অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি বলে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই—অপূর্ব পালের ফাঁসি নিশ্চিত করতে হবে।
উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাহাদী হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান,জামায়াতে ইসলামী পৌর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন,সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শহরে একটি মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন আল-কুরআনের অপমান, সইবে না রে মুসলমান”কুরআন অবমাননাকারীর কালো হাত ভেঙে দাও,গুড়িয়ে দাও”ফাঁসি চাই,ফাঁসি চাই— অপূর্বের ফাঁসি চাই।
উল্লেখ্য,গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে,যেখানে তাকে কুরআন অবমাননা করতে দেখা যায়।
ঘটনাটি ভাইরাল হলে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এর পর ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
আরও পড়ুনঃ রাজিবপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালিত
Leave a Reply