স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালির বিভিন্ন স্থানে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইসব স্থানে বিশেষ অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ সাংবাদিকদের জানান, “অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এমন উদ্যোগ পরিবেশ রক্ষা এবং নদী-খাল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুনঃশৈলকুপায় বৈরি আবহাওয়ার মধ্যেও ইসলামী আন্দোলনের গণসংযোগ
Leave a Reply