বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কচুড়িয়া নুরানিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দেহ ব্যাবসার অভিযো দিয়েছে তার স্বামী লেওকত হুসাইন সহ গ্রাম বাসী,
প্রধান শিক্ষিকা হাবিবা খানম (৪০) স্বামী লেওকত হুসাইন শেখ নিজ বাড়ি কচুড়িয়াতে ২০১৩ সালে একটি নুরানিয়া মহিলা মাদ্রাসা স্থাপন করেন, উক্ত মাদ্রার প্রধান শিক্ষকার দ্বায়ত্ব স্ত্রী হাবিবা কে বুঝিয়ে দেন মাদ্রার কমিটি সহ গ্রাম বাসী,স্ত্রী হাবিবা খানম মাদ্রাসা পরিচালনা করে আসে দ্বীর্ঘদিন যাবৎ, মাদ্রার কাজে স্বামী লেওকত হুসাইন শেখ বাহিরে কালেকশন গেলে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সাথে অপ কর্মে লিপ্ত হন।
বিষয়টি লোক চোখে পোড়লে লেওকত কে সতর্ক করে দেন গ্রাম বাসী, লেওকত নিজে ও একজন আলেম হয়েও তার স্ত্রীকে অপ কর্ম থেকে বের করতে না পারায় তার কাছে মাদ্রাসার আয় এবং ব্যায়ের হিসাব চান লোকজন ডেকে মাদ্রার কমিটির সামনে, সেখানে তিনি প্রকাশ্যে বলেন মাওনা লেওকতের শারীরিক অক্ষমতার কারনে তিনি অপকর্মে লিপ্ত হন।
তাকে ভাল হওয়ার সুযোগ দিয়ে স্ত্রীর গার্জিন পক্ষকে ডেকে সমযোতার চেষ্টা করেন তাতে তিনি ক্ষিপ্ত হয়ে বেশি করে অপ কর্মে লিপ্ত হন, এলাক বাসী বিষয় টি নিয়া বার বার সমযোতার চেষ্টা করলে ও তাতে রাজি হন স্ত্রী হাবিবা খানম।
লেওকত হুসাইন এবং হাবিাবর ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে,তথ্য সুত্রে যানা যায় হাবিবা খানম কোদালিয়া গ্রামে মৃতঃ সেকেল উদ্দিনের মেয়ে এ বিষয় মোল্লাহাট থানায় হাজির হয়ে লেওকত হুসাইন একটি অভিযোগ দ্বায়ের করেন।
থানা পুলিশের ডাকে সাড়া না দিলে স্বামী বাগেরহাট কোর্টে একটি মামলা দায়ের করেন। যার নাম্বার ৮৯/২৫ মোল্লা হাট, মামলায় অভিযুক্ত করেন স্ত্রী সহ দুই ভাইকে,যারা মাদ্রাসা ফান্ডের টাকা আত্মসাধ করতে সহযোগিতা করেছেন বোলে যানিয়েছেন স্বামী লেওকত হুসাইন।
আরও খবর: ঝিনাইগাতীতে ছেলের কুড়ালের আঘাতে মা আহত, ছেলে গ্রেফতার
Leave a Reply