বিশ্বজিৎ চন্দ্র সরকার – বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক যায়যায় বেলা এবং দৈনিক একুশে বাণীর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক তপু শেখকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।
রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে টেকনাফ এলাকার একটি বাসভবন থেকে তাকে আটক করা হয়। তপু শেখের নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করে পরিবারকে কল দিয়ে ঘটনাটি নিশ্চিত করেন টেকনাফ থানার এসআই সলিমুল্লাহ। পরে তার পরিবারও বিষয়টি নিশ্চিত করে।
সাংবাদিক তপু শেখের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলসহ সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
তবে পরবর্তীতে টেকনাফ থানা কর্মরত অফিসার ইনচার্জের কাছে বিষয়টি মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন এস আই সলিমুল্লাহ নামক কেউ আমাদের থানায় কর্মরত নেই বলে বিষয়টি তিনি নিশ্চিত করেন তবে কে বা কারা তাকে আটক করেছে এখনো এ বিষয়ে কারো জানা নেই আমাদের সুষ্ঠু তদন্তের জন্য উদ্ধারত কর্মকর্তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে।
আরও খবর: ঝালকাঠিতে ধানের শীষের প্রতীকে তারেক রহমানের পক্ষে গণসংযোগ
Leave a Reply