দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এড. মুহাম্মদ নাজমুল হক সাঈদী জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা করার আহবান জানিয়েছেন।
তাছাড়া এদেশে নির্বাচন নয় বলে জানান তিনি। ২৭ সেপ্টেম্বর শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মী সমাবেশে নাজমুল হক সাঈদী আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবি মেনে নিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে। ভোট একটা পবিত্র জিনিস। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। সকল ভোটের মূল্য থাকবে। ফ্যাসিবাদ নির্মূল করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন করা জরুরি।
নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ করতে হবে। সকল দল ও নাগরিকের জন্যে সমান লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এ বাংলার জমিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ করতে হবে।
চর আমখাওয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্বে অধ্যাপক নূর উদ্দিন আহমেদের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর দেওয়ানগঞ্জ উপজেলা আমীর মো. মাহবুবুর রহমান তালুকদার, মাওলানা রেজাউল করিম, মো. আশরাফ হোসেন রাজু, মো.গোলাম মোস্তফা,মো. সাইফুল ইসলাম, মো. ফারুকুল ইসলাম, আব্দুল আজিজ আকন্দ, আব্দুর রাজ্জাক, আব্দুল বাতেন, মো. শহিদুর রহমান প্রমুখ।
আরও পড়ুন : রাজিবপুরে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলনের মহাউৎসব
Leave a Reply