কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচন সহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল টি কাহারোল বাজার ফাজিল মাদ্রাসা হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাহারোল আমতলা মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনে জামায়াতের মনোনীত এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ এর সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি,
জামায়াতের মনোনীত কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বুলবুল ও ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফয়সাল হোসেন।
আরও পড়ুন : নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি
Leave a Reply