রাশেদুল ইসলাম রনি : জামালপুর কোর্টে মামলা দায়েরে বাঁধা, হুমকি এবং একের পর এক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার।
মঙ্গলবার দুপুরে উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম।
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম অভিযোগ করে বলেন, তার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট ইসমাইল সিরাজী জমি বিরোধের জেরে তার স্বামী মিল্লাত মিয়া, দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমনসহ তিনজনের বিরুদ্ধে গত ২১ জুলাই একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন। এর পর থেকে প্রতিনিয়ত নতুন নতুন মামলা দিয়ে তাদেরকে হুমকি ও হয়রানি করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ১০ সেপ্টেম্বর মামলার আপোসের কথা বলে ভাই ইসমাইল সিরাজী তাকে বাসায় ডেকে নেন এবং স্বামীকে তালাক দেওয়ার চাপ দেন। এতে রাজি না হলে প্রথমে মারধর করেন এবং পরে গলা টিপে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বপ্না বেগম অভিযোগ করেন, ২১ সেপ্টেম্বর তিনি জামালপুর জজ কোর্টে মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহযোগীরা তাকে বাঁধা দেন ও হুমকি প্রদান করেন। পরে জীবনের ভয়ে তিনি মামলা না করেই ফিরে আসেন। কিন্তু পরদিনই ইসমাইল সিরাজী আগের মামলার এক সাক্ষীকে বাদী করে স্বপ্নার স্বামী, দেবর লিমন ও এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমরা এর থেকে নিস্তার চাই এবং আইনের আশ্রয় চাই।”
এ বিষয়ে অভিযুক্ত এডভোকেট ইসমাইল সিরাজী জানান, বিষয়টি সম্পূর্ণ আইনগতভাবে মোকাবিলা করা হবে।
আরও খবর: বকশীগঞ্জে “স্কুলে বেআইনি সংবাদ সম্মেলন :প্রধান শিক্ষক – সহকারি শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ
Leave a Reply