মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাওলা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গাওলা ইউনিয়নের পরিষদ মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকার শত শত তরুণের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
গাওলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রমজান আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন—
“যুবকরাই জাতির চালিকাশক্তি, নৈতিকতার আলোকে তাদেরকে সুসংগঠিত করাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পূর্বশর্ত।”
প্রধান আলোচক জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ তরুণদের মেধা, দক্ষতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি শেখ আবুল কালাম আজাদ আজহারী, মোল্লাহাট উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার, নায়েবে আমীর হাফেজ আব্দুস সবুর শিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা যুবসমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আল্লাহভীরু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন—
“যুব সমাজ শুধু ভবিষ্যৎ নয়, তারা আজকেরও শক্তি; জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি।”
স্থানীয় নেতৃত্ব এ কর্মসূচিকে সফল আখ্যা দিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক যুবভিত্তিক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেন।
সমাবেশটি সঞ্চালনা করেন গাওলা ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আহমদ শিকদার, শেখ সুজাউদ্দিন বুলবুল ও আবুল কাশেম।
Leave a Reply