গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। আজ সোমবার দুপুরে থানা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার কে গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন পুলিশ সুপারকে।
পরিদর্শন চলাকালীন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন বিষয়ে থানার অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করা সহ গোবিন্দগঞ্জ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার)এবিএম রশীদুল বারী সি সার্কেল গাইবান্ধা , অফিসার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও খবর: শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
Leave a Reply