মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে অবস্থিত হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রম নিয়ে অনিয়ম ও জটিলতার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার সভাপতি মো.আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর),সহসভাপতি আব্দুর রহিম,সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু,কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে।
বক্তারা জানান,১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চলে আসছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে,তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন।
স্থানীয়ভাবে একাধিক বৈঠক হলেও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। মাদরাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং- ৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। একই সঙ্গে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
আরও খবর: দুই হাত জোড় করে অনুরোধ, একটিবার ইসলামকে পরীক্ষা করুন: ফয়জুল করিম
Leave a Reply