এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ, ১৯ সেপ্টেম্বর: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের ৮০টি হিন্দু পরিবারের পক্ষ থেকে তিন সমাজের তিন প্রভাবশালী মাতব্বর গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এই যোগদান অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে শান্তি, সমৃদ্ধি এবং সমাজের সর্বস্তরে পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যোগদানকারী মাতব্বররা হলেন বিকাশ বিশ্বাস, দ্বীপ চন্দ্র এবং ভজন মুন্সি। জানা গেছে, এই তিনটি সমাজে প্রায় ৪ শতাধিক ভোট রয়েছে, যা স্থানীয় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শৈলকুপা উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান। তিনি নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আনবে, যার দৃশ্য ডাকসুতে জয়ের পর দেখা যাচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, “আমাদের দ্বারা হিন্দুদের কখনোই ক্ষতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমরা চাই শান্তি ও সমৃদ্ধি।
মেজরিটি ও মাইনরিটি বলে কোনো মতভেদ আমরা দেখতে চাই না। হিন্দু-মুসলিম আমরা সবাই বাঙালি জাতি, আমরা একই ভাষায় কথা বলি।”অধ্যাপক মতিউর রহমানের এই বক্তব্যে জামায়াতের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু নির্বিশেষে সকলের জন্য সমতা ও উন্নয়নের উপর জোর দেন।
এই যোগদান এবং জামায়াত নেতার বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সাধারণত, জামায়াতে ইসলামীর মতো ধর্মভিত্তিক দলে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগদান বিরল। তাই এই ঘটনা শৈলকুপার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে।
যোগদানকারী মাতব্বররা জানান, তারা এলাকার সামগ্রিক উন্নয়নের সম্ভাবনা এবং জামায়াতের শান্তি ও সম্প্রীতির বার্তায় অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সব মিলিয়ে, ঝিনাইদহের শৈলকুপার এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক নতুন দৃষ্টান্ত স্থাপনের সম্ভাবনাও তৈরি করেছে। আগামী দিনে এই ঘটনা স্থানীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, তা দেখার বিষয় ।
Leave a Reply