জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতদলের হামলায় উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল্লাহ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা। মাত্র ২২ দিনের মাথায় পরপারে পাড়ি দেওয়া এই দম্পতির পরিবারে দুই শিশু সন্তান রয়েছে।
ডাকাতি ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জড়িতদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান চলছে।
আরও খবর:
Leave a Reply