হিলি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন,আমরা যদি জনগনকে গনতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি ফেব্রুয়ারীর নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই।
মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত হিলি সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন,শেষ বিচারে জনগন সিন্ধান্ত নিবে তারা কার সাথে থাকবে কার দিকে যাবে। জনগন ভোটাধিকার প্রয়োগ করতে চায় দেশের মালিকানা চায় তাদের অধিকার চায়।
জনগন অন্যায় অত্যাচারের বিচার চায় লুন্ঠনকৃত অর্থ ফেরত আনতে চায় পাখির মত গুলি করে হত্যার বিচার চায় ফ্যাসিবাদের বিচার চায়। জনগন কোন অবস্থাতেই নির্বাচনকে প্রলম্বিত করে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুর্নবাসন বাংলার জনগন দেখতে চায়না।
আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন তারা প্রকারন্তারে স্বৈরাচারকে পুর্নবাসন করার রাস্তা প্রশস্থ করছেন। এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কাহারোলে জীমূত বাহন পূজা অনুষ্ঠিত
Leave a Reply