জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রণক্ষেত্রে পরিণত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারি ও মাঠ দখল, টিকিট কেলেঙ্কারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনও রয়েছেন।
স্টেডিয়ামের ধারণক্ষমতা যেখানে ৮ হাজার, সেখানে ভিড় জমে প্রায় ৫০–৬০ হাজার দর্শকের। অনেকে অভিযোগ করেন, ৫০ টাকার টিকিট কালোবাজারে ২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবুও অতিরিক্ত টাকা দিয়েও মাঠে প্রবেশ করতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে নামে। কিন্তু বিক্ষুব্ধ দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান, কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেন। আতঙ্কে পুরো মাঠ রণক্ষেত্রে পরিণত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন বলেন, “খেলা শুরুর আগে থেকেই দর্শকরা মাঠে ঢুকে পড়ায় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। এত বিপুল ভিড় সামাল দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও ছিল কঠিন চ্যালেঞ্জ।
Leave a Reply