স্টাফ রিপোর্টার : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর সবুজপাড়া ও মকিরচরে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর ও তরুণরা রয়েছেন। আহতদের মধ্যে আছেন—রাব্বি হাসান (১৩), রবিউল (৫), মাহিয়া (৩), সুজন মাহমুদ (১৮), জান্নাতুল (১১) সহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, একদল পাগলা কুকুর হঠাৎ করেই সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। এমনকি মানুষের বাড়ি-ঘরেও ঢুকে কামড়ানোর ঘটনাও ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
আক্রান্তদের অভিযোগ, সানন্দবাড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে র্যাবিস ভ্যাকসিন নেই। বাজারেও মিলছে না এ ভ্যাকসিন। ফলে বাধ্য হয়ে অনেকে জামালপুর বা বকশিগঞ্জ উপজেলা সদর থেকে ভ্যাকসিন সংগ্রহ করছেন। কিন্তু দাম বেশি হওয়ায় অনেক পরিবার খরচ বহন করতে পারছে না। এ কারণে কেউ কেউ কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর করছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, “বেওয়ারিশ কুকুরে কামড়ানোর বিষয়টি আমি জেনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে এলাকায় Mass Vaccination (সব বেওয়ারিশ কুকুরকে একসাথে ভ্যাকসিন দেওয়া) কার্যক্রম চালানো হবে।”
এ অবস্থায় দ্রুত সানন্দবাড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারিভাবে এন্টিরেভিস ভ্যাকসিন সরবরাহ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কুকুরে আক্রান্ত পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ রাজিবপুরে বিয়ের দাবীতে এক সন্তানের জননীর অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Leave a Reply