মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: ২০২৫ সালে ৫ম ধাপে দুই টিমে সর্বমোট ১২০ জন রোগীর লায়ন আই হসপিটাল এর উদ্যোগে জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ছানি অপারেশন করা হয়।
গত ১লা সেপ্টেম্বর থেকে ৪টা সেপ্টেম্বর পর্যন্ত টানা ৪দিন এই কার্যক্রম চলমান ছিল। ক্যাম্পের সমাপনী দিনে উপস্থিত ছিলেন ; চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনিস্টিউট এন্ড হাসপাতাল এর পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন,চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনিস্টিউট এন্ড হাসপাতাল এর এসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্না, চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনিস্টিউট এন্ড হাসপাতাল এর ক্যাম্প কো-ডিনেটর জানাব জসিম উদ্দিন।আরো উপস্থিত ছিলেন ; আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উপদেষ্টা রতন সেন, সভাপতি লায়ন মো: আবু হাসান ও অন্যান্য সদস্যবৃন্দ।
আল মুসাইদাহ ফাউন্ডেশন এর একটি ৬ সদস্যের টিম কাজ করে। এতে ছিলেন আবদুল কাদের রুবেল,ওমর ফারুক, এমদাদ,মোহাম্মদ ইউছুফ, মো: রোবেল, রায়হান প্রমুখ।
আল মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন , “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। অনেক মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। এই ক্যাম্প তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
Leave a Reply