কবির আহম্মেদ: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শুড়িগাতী সরকারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বকচর গ্রামের বাসিন্দা অবনী মণ্ডল (৪৮), পিতা অমূল্য মণ্ডল, পেশায় একজন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে শুড়িগাতী সরকারি পুকুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দশ চাকার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ভ্যানচালক তৈয়ব আলী (৬৫) ও তার ভ্যানে থাকা যাত্রী, গাওলা গ্রামের মুক্তিযোদ্ধা লেওকত আলী (৭৫)-কে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা চিৎকার করলে তারা প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অবনী মণ্ডলকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৫-৪৩২৩) পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মোল্লাহাট হাইওয়ে থানায় মামলা হয়েছে।
আরও খবর: ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগ
Leave a Reply