মোঃ মোরশেদ আলম চৌধুরী: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নুর এ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস সামনে থাকা একটি নোহা গাড়িকে ধাক্কা দেয়। একই স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারও তাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেট কারটি স্থানীয় জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেলের, যিনি দুর্ঘটনার সময় পাশের দোকানে কেনাকাটায় ব্যস্ত ছিলেন।
দুর্ঘটনায় নোহা গাড়ির চালকসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী আরিফ বলেন, প্রাইভেট কারটি রাস্তার পাশে পার্ক করা ছিলো। হঠাৎ দ্রুতগতির বাস এসে নোহাকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় নোহা গিয়ে প্রাইভেট কারে আঘাত করে।
রামু তুলাতুলি হাইওয়ে থানার ইনচার্জ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও খবর: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
Leave a Reply