নিজস্ব প্রতিবেদক তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তিনটি ইউনিয়নের ৯ হাজার ৫২৭ জন কার্ডধারীকে এই কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় চর রাজিবপুর বটতলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমত আলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।
জানা গেছে, রাজিবপুর উপজেলায় মোট ১৫ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ৫২৭ জন কার্ডধারী পরিবারের কাছে এ চাল পৌঁছে দেওয়া হবে। প্রতি মাসে খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল বিতরণের ফলে অস্বচ্ছল মানুষের পরিবারে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
“বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি চালু রয়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ কম দামে খাদ্যশস্য কিনতে পারছে। আমরা আশা করি, রাজিবপুরের কোনো অসহায় মানুষ আর খাদ্য কষ্টে থাকবে না।”
এ সময় বক্তারা আরও বলেন, চাল বিতরণে যাতে কোনো প্রকার অনিয়ম বা হয়রানি না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে। ডিলারদের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয়, যাতে সুবিধাভোগীরা সঠিক সময়ে তাদের বরাদ্দকৃত চাল পান।
স্থানীয় উপকারভোগীরা জানান, বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের অনেক কষ্ট হচ্ছিল। তবে সরকার নির্ধারিত এই খাদ্যবান্ধব চাল পেয়ে তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।
রাজিবপুরে এই কর্মসূচি চলমান থাকবে এবং ধাপে ধাপে সব উপকারভোগী পরিবার তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারবেন।
আরও খবর: রায়পুরা হাসপাতালে প্রসব পরবর্তী মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ডা. ফাহিমা
Leave a Reply