দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধান বক্তা ছিলেন অধ্যা. ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম, ফরিদুল কবীর তালুকদার শামীম, শাহ ওয়ারেস আলী মামুন, আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার শাহাদাত বিন জামানসহ জামালপুর জেলা ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বলেন, শেখ হাসিনা তার শাসনামলে গুম, খুন নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছিলো।
হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। ত্রয়োদশ নির্বাচন অনেক কঠিন হবে বলে জয় লাভের জন্য নেতাকর্মীদের ভোটারের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। এই সমাবেশে দুই উপজেলার শতশত নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ ভোটার উপস্থিতি ছিলেন।
আরও খবর: ডাংধরায় খালা থেকে স্ত্রী হওয়ার অনশন
Leave a Reply