এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পের তরুণ খেলোয়াড়দের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে তাদের মাঝে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শৈলকুপা পৌর শাখা। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঝাউদিয়া আবাসনের তরুণ খেলোয়াড় ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামায়াতে ইসলামী একটি কল্যাণকামী সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
বক্তারা আরও বলেন, এই ধরনের গঠনমূলক কার্যক্রম যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
ঝাউদিয়া আবাসনের খেলোয়াড়রা এই উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ফুটবল তাদের নিয়মিত অনুশীলনে সহায়তা করবে এবং খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে প্রেরণা জোগাবে। এলাকার বাসিন্দারা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আরও খবর : চাঁপাইনবাবগঞ্জে পুশইন ভারতীয় নাগরিকরা ফিরতে চাই ভারতে
Leave a Reply