মালিমুজ্জামান কাকা: ভাঙা কঙ্কাল সদৃশ একটি বৈদ্যুতিক পিলার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যশোর শহরের ৫নং ওয়ার্ড চোরমারা দীঘির উত্তর পাড়ের ঘটনা।
৪১৭ নং পিলার টি নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক ও সন্দেহ দেখা দিয়েছে। বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জানায়, এক সপ্তাহ আগে বৃষ্টির মধ্যে পিলারটি ঠিকাদারের লোকজন স্থাপন করে। কামরুজ্জামান পিন্টু সর্দারের বাড়ির ঠিক সামনে এই পিলারটি স্থাপন করা আছে। বুধবার সকালে দেখা যায়, মানুষ জন ভাঙা পিলারটি দেখছেন। মোটা সুতা সদৃশ চিকন রড দেখা যাচ্ছে। এই চিকন রডে কিভাবে পিলার তৈরি হতে পারে তা কারো বোধগম্য নয়।
কামরুজ্জামান পিন্টু সর্দার বলেন, এই ভাঙা বৈদুতিক পিলার নিয়ে সমূহ বিপদের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকাবাসী পিলারটি পরিবর্তনের দাবী জানিয়েছে।
সর্দার বাড়ির আরেক সন্তান আরিফুল কামাল লাইট অবিলম্বে পিলার নম্বর ৪১৭ পরিবর্তন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের দৃষ্টি কামনা এবং আশু হস্তক্ষেপ দাবি করেছেন।
একটি জনবহুল এলাকা এই মহল্লা। এখানে ঝুঁকিপূর্ন বৈদ্যুতিক পিলার স্থাপনে এলাকাবাসী তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করে তা পরিবর্তন করে নতুন ভাল একটি পিলার স্থাপনের দাবি জানিয়েছেন।
একই সাথে চোরমারা মহল্লা এলাকাবাসী পিলারের কাঠামো পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, কয়েল রডের চার ভাগের এক ভাগ সুতা সদৃশ রড দিয়ে অতি লম্বা যে পিলার করা হয়েছে তা খুবই ঝুঁকিপূর্ন।
আরও খবর : নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Leave a Reply