কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি “এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ আগষ্ট সকাল ১১টায় উপজেলা চত্বর হতে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হল রুমে এসে শেষ হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃআসাদুজ্জামান শুভ,দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, মুকুন্দ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন, সফল মৎস্য উদ্যোক্তা মোঃ আঃ হাই শেখ প্রমূখ।
আলোচনা সভা শেষে সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।
আরও পড়ুনঃ নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় মহিলা নিহত
Leave a Reply