সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এর পর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আরও খবর: কালিহাতীতে ৭৭ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
Leave a Reply