নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি দক্ষিণ বাজারে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী আধুনিক কফি হাউস – নুর আবাসিক এন্ড কফি হাউস। এলাকাবাসী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে ইতোমধ্যেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই কফি হাউসের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট নুরুন্নবী। তিনি জানান, গ্রামীণ পরিবেশে আধুনিকতার ছোঁয়া এনে একটি মানসম্মত আড্ডাখানা ও বিশ্রামকেন্দ্র গড়ে তোলাই ছিল তার স্বপ্ন। নুরুন্নবী বলেন, “আমাদের এখানে সুন্দর ও মনোরম পরিবেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা রয়েছে। পুরো কফি হাউস সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে, যাতে প্রত্যেক অতিথি শতভাগ নিরাপত্তা নিশ্চিতভাবে উপভোগ করতে পারেন।”
তিনি আরও জানান, খাওয়ার পাশাপাশি এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। দূর-দূরান্ত থেকে আগত ভ্রমণকারী, ব্যবসায়ী বা অতিথিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নুরুন্নবী বলেন, “আমরা চাই অতিথিরা যেন ঘরের মতোই স্বাচ্ছন্দ্য অনুভব করেন। তাই আমি বলব, সবাইকে একবার হলেও নুর আবাসিক এন্ড কফি হাউসে এসে ঘুরে যাওয়ার অনুরোধ করছি।”
স্থানীয়রা মনে করছেন, এই কফি হাউস শুধু খাবার ও বিশ্রামের স্থান নয়, বরং সানন্দবাড়ি দক্ষিণ বাজারের সামাজিক ও সাংস্কৃতিক আবহকে নতুন মাত্রা দেবে। আধুনিক সুযোগ-সুবিধাসহ এই কফি হাউস এলাকাবাসীর মিলনমেলায়ও রূপ নেবে বলে তাদের প্রত্যাশা।
এলাকাবাসীর দাবি, নুর আবাসিক এন্ড কফি হাউস গ্রামীণ অঞ্চলের আতিথেয়তা ও আধুনিক সেবার এক অনন্য সমন্বয় তৈরি করেছে। এটি শুধু ব্যবসা নয়, বরং স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে ।
Leave a Reply