ইমান আলী, স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে ক্ষমতার অপব্যবহার ও ন্যাক্কারজনক দৌরাত্ম্যের মাধ্যমে স্থানীয় এক দুর্নীতিবাজ ও প্রভাবশালী ব্যক্তি মনজুরুল হক নয়া মিয়া একটি পরিবারের ১৬ জন সদস্যকে দীর্ঘদিন ধরে গৃহবন্দী করে রেখেছে।
ঘটনার স্থান দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর ঠোঁটাপাড়া গ্রাম। মনজুরুল হক নয়া, পেশায় একজন ঠিকাদার হলেও দুর্নীতিকে পুঁজি করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তিনি চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে থেকে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর অত্যাচার চালিয়েছেন।
তার বিরুদ্ধে অভিযোগ, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার জেরে মহল্লার যাতায়াতের একমাত্র রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেন।
ভুক্তভোগী আমির আলীর পরিবারের অভিযোগ, মূল রাস্তা বন্ধ করার পর তারা বাধ্য হয়ে পাশের একটি কলা বাগানের সরু পথ ব্যবহার করছিলেন। কিন্তু নয়া মিয়ার নির্দেশে তার ভাই ফারুক ও জয়নাল সেই পথটিও বন্ধ করে দেয়। ফলে ১৬ জন সদস্য এখন ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছেন, যা মানবাধিকারের নগ্ন লঙ্ঘন।
আমির আলীর ছেলে ওসমান গনি উজ্জ্বল জানান, “আমাদের যাতায়াতের রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা ঘর থেকে বের হতেও পারছি না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
ঘটনার বিষয়ে পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, প্রশাসনিক কর্মকর্তারা যেন দ্রুত সরেজমিনে এসে মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান করেন।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
Leave a Reply