
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল দশটায়
আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিকদার হারুন আর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মতিয়ার রহমান, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ ফজলুল হক, উপজেলা জামায়াত ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম,
সোনালী ব্যাংক মোল্লাহাট শাখা ব্যবস্থাপক আ: সবুর হাওলাদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: হায়দার আলী,সাংবাদিক নেতা এমএম মফিজুর রহমান ও শরিফুল ইসলাম দিদার,
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শেখ ও মো: শফিকুল ইসলাম এবং পাট উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান,রবিউল আলম তুহিন ও তমাল প্রমূখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যুব সমাজ হলো মূল চালিকাশক্তি। দক্ষতা, মনোবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তারা হতে পারে উন্নত ভবিষ্যতের স্থপতি। সরকার যুবদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও যুব নারীদের হাতে সনদপত্র এবং নির্বাচিতদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য যুব ঋণের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ আয়োজন ছিল স্মরণীয় এক দিন। আয়োজকরা বিশ্বাস করেন, এই উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা জোগাবে, যুবসমাজের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশের অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণ আরও শক্তিশালী করবে।
Leave a Reply