দিনাজপুরের হাকিমপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
আপডেট সময় :
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
১১৭
বার পঠিত
দিনাজপুরের হাকিমপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম শাহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হকসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে দক্ষ ও সৃজনশীলভাবে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আরও পড়ুনঃ শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল গ্রেফতার
13
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম শাহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হকসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে দক্ষ ও সৃজনশীলভাবে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply