
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুরে বিশেষ অভিযানে ৫ জুয়ারীকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম বড়াইডাঙ্গী গ্রামের আশরাফ আলীর পরিত্যক্ত একটি ঘরে হঠাৎ অভিযান চালায়। এ সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় জুয়ার সরঞ্জামসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কাচারীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, টাঙ্গালিয়াপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে রাশেদুল ইসলাম, কলেজপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহ আলম, বড়াইডাঙ্গী গ্রামের মৃত শামসুল হকের ছেলে খোকন মিয়া এবং একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুজন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় কিছুদিন ধরে গোপনে জুয়ার আসর বসছিল। এতে স্থানীয় যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করছিলেন। অবশেষে পুলিশের অভিযানে এ চক্রের পাঁচ সদস্য ধরা পড়ে।
ওসি আমিনুল ইসলাম বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুনঃ সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
Leave a Reply