
ইমান আলী, স্টাফ রিপোর্টার “কলমের আঘাত সত্য উন্মোচন করে, কিন্তু কাপুরুষরা কলম থামাতে চায় রক্ত ঝরিয়ে।”
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব। শনিবার (৯ আগস্ট) প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামসুল হুদা রতন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশির, কোষাধ্যক্ষ হাসান আলী, এহসানুল হক সাজিদ, পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামিম মিয়া, শফিকুল ইসলাম, আ. আলিমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “তুহিন হত্যার সাথে জড়িত নরপিশাচরা সাংবাদিক সমাজের শত্রু। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” তারা আরও যোগ করেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো সংবাদকর্মীর জীবন ঝুঁকিতে না পড়ে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। এই হত্যাকাণ্ড দেশের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং দোষীদের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
আরও খবরমোল্লাহাটে উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও শিক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী
Leave a Reply