
আমিনুর শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় টানা কয়েকদিন ধরে সাপ্লাই পানি বন্ধ থাকায় পানির জন্য হাহাকার করছে সাধারণ মানুষ। রান্না, ধোয়া-মোছা এমনকি পানীয় জলের জন্যও এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিটি পরিবারকে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বা জনস্বাস্থ্য অফিসের কোনো কার্যকর পদক্ষেপ নেই। অথচ মাস শেষ হতেই সাপ্লাই পানির বিল দেওয়া হয়, আর সময়মতো বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের হুমকিও দেওয়া হয়।
টুঙ্গিপাড়ার পাটগাতীর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পানি নেই কয়েকদিন ধরে, অথচ বিল দিতে দেরি হলেই তারা সংযোগ কেটে দেওয়ার হুমকিও দেয়। এটা কি ন্যায্য?”
আরেক বাসিন্দা শামসুন্নাহার বলেন, “আমরা দিনমজুর মানুষ, পানি কিনে ব্যবহার করা সম্ভব নয়। সরকার যদি সেবা দিতে না পারে, তাহলে এই সিস্টেম বন্ধ করে দিক।”
উপজেলা জনস্বাস্থ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নীরব দর্শক হয়ে বসে থাকার অভিযোগ তুলেছেন অনেকেই। তাদের দাবি—সরকারি উদ্যোগে এই ভোগান্তি বন্ধ করা সম্ভব হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
টুঙ্গিপাড়ার ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল এলাকা।এ বিষয়ে জনস্বাস্থ্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার প্রদীপ সাহেবকে অফিসে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “এটা আমাদের দায়িত্ব নয়, ইউনিয়ন পরিষদের দায়িত্ব। আমি সরাসরি সাইটে গিয়েছিলাম, কাজ চলছে।”
এদিকে, পানি সরবরাহ বন্ধ থাকায় টুঙ্গিপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান এবং দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আরও খবর শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল
Leave a Reply