
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, মাঝিগাতী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান (মুকুল) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) –এর গোপালগঞ্জ জেলা শাখা।
এক শোকসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক “”বিশ্বজিৎ চন্দ্র সরকার”” বলেন,
“বীর মুক্তিযোদ্ধা মুকুল খানের মৃত্যুতে গোপালগঞ্জবাসী হারালেন একজন অভিভাবকসম ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর অবদান গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান (মুকুল) শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার, ১ আগস্ট, আসরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে মাঝিগাতী বাজার সংলগ্ন স্কুল ঈদগাহ ময়দানে। রাষ্ট্রীয় মর্যাদা ও বিদেশ মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে নিজ গ্রামের পারিবারিক কবরস্থান—গোপালগঞ্জ জেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামে।
মরহুমের বড় ছেলে, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আরমান হাফিজ খান তাঁর পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।
আরও খবর শেরপুরের ঝিনাইগাতীতে ‘প্রশাখা’র ২০ বছর পূর্তি উদযাপন
Leave a Reply