
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভোক্তার স্বাস্থ্যের প্রতি হুমকিস্বরূপ পচাঁ ও দূষিত মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) সন্ধ্যায়, উপজেলার সদরের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী আমিনুল ইসলাম-কে পচাঁ মাংস বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ইউএনও আমিনুল ইসলামকে সতর্ক করে বলেন, “ভবিষ্যতে এ ধরনের অসাধু কাজ থেকে বিরত না থাকলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয়দের মাঝে এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেকেই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে খাদ্যে ভেজাল রোধে এমন অভিযান আরও জোরদার করা হবে।
আরও পড়ুনঃ রোয়াংছড়িতে যুবকের পিটিয়ে হত্যার</a
Leave a Reply