তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে যথাসময়ে চিকিৎসা না পেয়ে এক কৃষকের অসুস্থ ষাঁড় গরু মারা গেছে বলে অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কাকরকান্দি ইউনিয়নের শালমারা গ্রামের কৃষক হারুণ অর রশিদের একটি গরু বিনা চিকিৎসায় মারা যায়।
ভোরে গরুটির অবস্থা খারাপ হলে কৃষক হারুণ অর রশিদ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ফোন করেন। তিনি অভিযোগ করেন, ফোনে কামাল নামের এক ব্যক্তি তাকে গরুটি অফিসে নিয়ে আসতে বলেন। গরুটি নিয়ে অফিসে পৌঁছালেও দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। ১ ঘণ্টা অপেক্ষার পর গরুটি ছটফট করতে করতে মারা যায়। ক্ষুব্ধ হয়ে তিনি মরা গরুটি প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রেখে প্রতিবাদ জানান।
হারুণ অর রশিদ জানান, “গতকাল ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর বাসায় এসে চিকিৎসা দিয়েছিলেন। এরপর থেকে গরুর অবস্থা আরও খারাপ হয়। সকালে অফিসে ফোন দিলে বলা হয় অফিসে এসে চিকিৎসা নেন। কিন্তু সময়মতো চিকিৎসক না আসায় আমার গরু বিনা চিকিৎসায় মারা গেল।”
বিষয়টি নিয়ে সকাল ১০টা ৩০ মিনিটে প্রাণিসম্পদ অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করলেও কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরে ফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফয়জুর রহমান বলেন, “আমাদের অফিসের কোনো চিকিৎসককে সে ফোন দেয়নি। যাকে দিয়েছে, সে আমাদের স্টাফ নয়। আর গরুটি সকাল ৯টার আগেই মারা যায়। এজন্য চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি। তবে ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব বলেন।
আরও খবরকক্সবাজার ৩ নারীর দেহ তল্লাশিতে, মিললো ১ লাখ ১৪ হাজার ইয়াবা
Leave a Reply