নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ারচরে অবস্থিত বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভবন ও শিক্ষাসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা ধারণা করছেন, এটি একটি পূর্বপরিকল্পিত নাশকতা।
প্রত্যক্ষদর্শীগণ বর্ণনা করেন হঠাৎ তারা স্কুল ভবন থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা রাজিবপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে স্কুল ভবন, আসবাবপত্র, পাঠ্যবই, শিক্ষাসামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্কুলের পরিচালক বলেন-“এই স্কুলটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আমাদের স্বপ্ন ছিল। বহু পরিশ্রম করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি আজ আগুনে পুড়ে শেষ। সব আসবাবপত্র, শিক্ষাসামগ্রী এমনকি প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথিও পুড়ে গেছে।”
ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“এখানে তো বিদ্যুৎ সংযোগ ছিল না, রান্নার চুলাও ছিল না। আগুন লাগার কোনো স্বাভাবিক কারণ নেই। এটা অবশ্যই পরিকল্পিত।”
আরেকজন বলেন,
“প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মতো মানবিক উদ্যোগকে ধ্বংস করার মতো নিষ্ঠুর কাজ কেউ কিভাবে করতে পারে! আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি—দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।”
আশার আলো নিভে গেলেও আশা ছাড়েনি মানুষ
অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, এই প্রতিষ্ঠানটি ছিল প্রতিবন্ধী শিশুদের শিক্ষার একমাত্র ভরসাস্থল ও আশার আলো। তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত এই স্কুলটি পুনর্নির্মাণে সহায়তা করা হয়।
আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক
Leave a Reply