হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭দফা দাবী আদায়ে আগামী ১৯তারিখে ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে দিনাজপুরের হিলিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে হিলি স্হলবন্দরের চারমাথা মোড় থেকে একটি মিছিল বাহির করা হয়।
মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন করে আবারো একই স্হানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আগামী ১৯তারিখে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেনী পেশার মানুষকে অংশগ্রহনের আহবান জানান।
এসময় সেখানে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার আমির আমিনুল ইসলাম,সাধারন সম্পাদক জাহিদুল ইসলামসহ আরোও অনেকে।
আরও পড়ুনঃ শেরপুরের শ্রীবরদীতে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
Leave a Reply