
জাকিউল ইসলাম জনিঃ দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধারা ইউনিয়নে বিএনপির সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬ ঘটিকায় ডাংধরা ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সরোয়ার-ই আলম, ডাংধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ফটিক, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, যুবদলের আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব প্রমূখ।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গতকাল সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক(Shamsho Ddoha শামসুদ্দোহা) আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাংধরা ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার এবং বিভিন্ন প্রকার বিদ্রূপ মন্তব্য করেন, বাঘারচর পূর্ব পাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সাবেক সেনা সদস্য শামসুদ্দোহা।
সংবাদ সম্মেলনে বক্তারা, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা ও দলীয় নেতা কর্মীদের হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি করেন।
আরও পড়ুন গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
Leave a Reply