নিজস্ব প্রতিবেদক মোঃ ফজলুর রহমানঃ দিনাজপুরের পার্বতীপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে দুই দিনের ব্যবধানে মায়ের মৃত্যু! সম্প্রতি একমাত্র ছেলে জুয়েল (৪৭) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ৫ জুলাই শনিবার বেলা ১২টায় ছেলে জুয়েলকে দাফনের পর মা আজাদি বেগম (৬৯) অসুস্থ হয়ে পরলেন। তৎক্ষণাৎ তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন রোববার দিবাগত রাতে রাত্রী সাড়ে ১১টায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৭জুলাই সোমবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে ওই মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। একই পরিবারে পরপর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউপি’র দাড়ামপাড়া এলাকায়। এই ঘটনায় আজাদী বেগমের স্বামী মকবুল হোসেন (৭৫) বাকরুদ্ধ হয়ে পড়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে,সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল দুই ছেলে ও দুই মেয়ের পিতা।নিহত জুয়েল ভাই-বোনদের মধ্যে ছিলেন তৃতীয় সন্তান বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ঝিনাইদহে বাংলাদেশ জামায়াত ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
Leave a Reply