মালিকুজ্জামান কাকাঃ আগামী ১৯ জুলাই থেকে যশোরে বৃক্ষ মেলা শুরু হচ্ছে।
যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় সিদ্ধান্ত হয়, ১৯ জুলাই থেকে যশোর ঈদগাহ ময়দানে শুরু হবে বৃক্ষমেলা। উদ্বোধনী অনুষ্ঠান হবে ওইদিন বিকেল ৪টায়। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, গত বছরের মতো এবারও সরকারি ও বেসরকারি নার্সারিগুলো মেলায় অংশ নিতে পারবে। অংশগ্রহণকারী প্রতিটি নার্সারিকে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার।
মঙ্গলবার সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল প্রমুখ।
Leave a Reply