
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচরের দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (৩০ জুন) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকরা হলেন—মেসার্স মুরাদ স্টোরের মো. মুরাদুজ্জামান,মেসার্স অনু এন্টারপ্রাইজের শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মনিরুজ্জামান। এছাড়া আরও দুটি দোকানেও আংশিক ক্ষতি হয়েছে। এদিকে শ্রীবরদী উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়ার পরেও দেরিতে পৌঁছার অভিযোগ ব্যবসায়ীদের।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,ভোরবেলায় স্থানীয়রা আগুনের খবর টের পেলেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। মালামাল বের করারও কোনো সুযোগ ছিলনা। শ্রীবরদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা দেরিতে পৌঁছায় বলে অভিযোগ ব্যবসায়ীদের।জামালপুরের বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুরাদুজ্জামান বলেন,আমার দোকান ও দুইটি গোডাউনের সমস্ত মালপত্র পুড়ে গেছে। প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে এখন পথে বসেছি।ব্যবসায়ী শ্রী চৈতন্য মোদক বলেন, “অগ্নিকাণ্ডে আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানটি শেষ হয়ে গেল। অন্তত ৮০-৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবারের জীবিকা বন্ধ হয়ে গেল।ক্ষতিগ্রস্ত অপর ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন,আমার দোকানের মালামালসহ প্রায় ৪০-৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব।স্থানীয় এক বাসিন্দা আব্দুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, “শ্রীবরদী থেকে ঝগড়ারচর পর্যন্ত রাস্তা পুরো পাকা ও প্রসস্থ। গাড়ি দ্রুত পৌঁছাতে পারার কথা,কিন্তু কেন তাদের আসতে দেরি হলো বুঝতে পারলাম না। দ্রুত ফায়ার সার্ভিস আসলে ক্ষয়ক্ষতি এতটা হতো না।শ্রীবরদী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আশরাফ হোসেন বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বকশীগঞ্জ ইউনিটও আমাদের সঙ্গে কাজ করেছে।পুরোপুরি আগুন নেভাতে দুই ঘণ্টার মতো সময় লেগেছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কামনা করেছেন যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।
আরও পড়ুনঃ অবৈধ জাল অপসারণে অভিযান: দেশীয় মাছ রক্ষায় শৈলকুপা প্রশাসনের কঠোর অবস্থান
Leave a Reply