প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমি দস্যু, মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আবারো প্রমাণ করলেন।
এবার নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম সম্পাদক বাসারুল আলম কামালকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ৫/৬/২০২৫ ইং তারিখ তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমান স্বাক্ষরিত ১ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গা জমি দখল, দোকান দখল ও চাঁদাবাজির কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। আরো জানা যায়, তার পুত্র মেহেদী হাসান রবি তার পরিচয় ভাঙ্গিয়ে জমি দখল থেকে শুরু করে প্রতিনিয়ত চালাচ্ছিল চাঁদাবাজির রাম রাজত্ব।
বিশেষ তথ্যসূত্রে জানা যায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিবি পুলিশ এদেরকে ধরার জন্য আইনি পদক্ষেপ চালাচ্ছেন।
আরও পড়ুনঃ শেরপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া
Leave a Reply